corona virus btn
corona virus btn
Loading

Video: দেখে নিন রাজ্যে Joint Entrance-এর প্রথম ১০-এর তালিকা

Bangla Editor | News18 Bangla | 06:55:48 PM IST Aug 07, 2020

কোভিড সংক্রমণের আবহের মধ্যেই আরও একটি বড় পরীক্ষার ফল প্রকাশিত হল। স্কুল শিক্ষার স্তর থেকে আরও একধাপ এগিয়ে গেল রাজ্যের পড়ুয়ারা। শুক্রবার প্রকাশিত হল রাজ্যের জয়েন্টের ফলাফল। আর সেখানেই দেখা গেল, যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, এমন পড়ুয়াদের ৯৯ শতাংশ র‌্যাঙ্ক পেয়েছেন। এবছর আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮,৮০০ জন। এর মধ্যে পরীক্ষায় বসেছিলেন ৭৩,১১৯ জন। মানে সব মিলিয়ে হিসেব করলে দাঁড়ায় আবেদনকারীদের মধ্যে ৮৩ শতাংশই এবার পরীক্ষায় বসেছিলেন। যে সংখ্যাটা অনেকটাই মনে করা যেতে পারে। আর এদের মধ্যে ৯৯ শতাংশ পড়ুয়াই র‌্যাঙ্ক পেয়েছেন। অঙ্কের হিসাবে এবারের জয়েন্ট পরীক্ষায় র‌্যাঙ্ক পেয়েছেন ৭২,২৯৮ জন পড়ুয়া। ফলে বেশিরভাগ পরীক্ষার্থী সফল হয়েছেন বলে ধরে নেওয়া যেতে পারে।

লেটেস্ট ভিডিও