Mamata Banerjee vs Priyanka Tibrewal In Bhowanipore: ভবানীপুরে দুই নারীর লড়াই, তুঙ্গে রাজনৈতিক তরজা! কী বলছেন রাজনীতিবিদরা?

Bangla Digital Desk | News18 Bangla | 12:42:35 AM IST Sep 12, 2021

মিশন ভবানীপুর। এখন এটাই স্লোগান বঙ্গ বিজেপির। বিধানসভা নির্বাচনে হারের পর থেকে সংগঠনের ছন্নছাড়া অবস্থা। ইতিমধ্যে বাংলার বিভিন্ন জায়গায় দলের ভাঙন সামলাতেও হিমশিম খাচ্ছে বিজেপি নেতৃত্ব। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবানীপুর থেকে কিছুটা অক্সিজেন সংগ্রহ করতে চাইছে গেরুয়া ব্রিগেড। ভবানীপুর উপ নির্বাচনে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিয়াল। যাঁর লড়াই হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ফিরহাদ হাকিমরা কার্যত ঘোষণা করেই দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়াতেই পারবেন না প্রিয়াঙ্কা। এদিকে, বিজেপি বলছে প্রিয়াঙ্কার জয় নিশ্চিত। কী বলছে রাজনীতির বিশেষজ্ঞ মহল!

লেটেস্ট ভিডিও