দীপাবলির তোড়জোড়ে ব্যস্ত গোটা রাজ্য। দম ফেলার সময় নেই মুখ্যমন্ত্রীরও। প্রশাসনিক কাজের ফাঁকেই করতে হচ্ছে কালীপুজোর উদ্বোধন। শুক্রবার পুজোর উদ্বোধনে ছুটে বেড়ালেন জানবাজার থেকে শেকসপিয়ার সরণি। বিকেল সাড়ে চারটে নাগাদ গিরীশ পার্কের ইয়ংস্টার ক্লাবের পুজো উদ্বোধন করেন মমতা। ঘণ্টা খানেক পর পুজোর উদ্বোধনে যান শেকসপিয়ার সরনিতে।
Last Updated: November 03, 2018, 16:37 IST