Police Torture: ফের অমানবিক পুলিশ, সামান্য বচসাতেই বেধড়ক মার, কনুই, কবজি, পাঁজর ভেঙে দেওয়ার অভিযোগ

Bangla Digital Desk | News18 Bangla | 12:40:50 AM IST Nov 10, 2021

ফের অমানবিক পুলিশ। সামান্য বচসাতেই বেধড়ক মার। মহেশতলা থানার SI-এর বিরুদ্ধে অভিযোগ। কনুই, কবজি, পাঁজর ভেঙে দেওয়ার অভিযোগ। আক্রান্ত সুমন্ত বেরা হাসপাতালে ভরতি। আবুল মরগান নামের সেই এসআই-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আক্রান্তের পরিবারের তরফে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ব্যক্তিকে থানার লক-আপে নির্বিচারে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত ব্যক্তির পরিবার ওই পুলিশ অফিসারের শাস্তির দাবি তুলেছেন।

লেটেস্ট ভিডিও