ব্যস্ত কাজের দিনে শহরের ঘিঞ্জি এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল সকাল আগুন লেগে যায় লালবাজার এলাকার স্পেয়ার পার্টসের গোডাউনে। ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। সকাল ১০:৪০ নাগাদ দমকলের কাছে খবর আসে স্পেয়ার পার্টসের গোডাউনে আচমকা আগুন লেগেছে। খবর পেতেই দমকলের পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যেই ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল বাহিনী।
Last Updated: November 06, 2025, 16:56 IST