Tarun Majumdar: শেষ ইচ্ছেকে শ্রদ্ধা জানাতে SSKM-এ দেহদান প্রয়াত তরুণ মজুমদারের

Bangla Digital Desk | News18 Bangla | 08:05:06 PM IST Jul 04, 2022

প্রয়াত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের দেহদান করা হবে এসএসকেএম-এর অ্যানাটোমি বিভাগে। চিকিৎসাবিজ্ঞানের কাজে আসুক তাঁর দেহ, চেয়েছিলেন তরুণ মজুমদার। জানান মন্ত্রী। হাসপাতাল থেকে এনটিওয়ান স্টুডিও বা বাড়িতে নিয়ে যাওয়া হবে তরুণ মজুমদারের দেহ- তারপর ফের এসএসকেএম-এ ফিরিয়ে আনা হবে।

লেটেস্ট ভিডিও