শনিবার থেকে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে রিটার্ন টিকিট। ১ জানুয়ারি, ২০২৫ থেকে কিউআর কোড (QR Code) ভিত্তিক কাগজের টিকিট চালু করা হয়েছে। এই QR কোড ভিত্তিক কাগজের টিকিটেই রিটার্ন টিকিট চালু করা হচ্ছে। মেট্রো সূত্রে খবর, স্মার্ট কার্ড প্রচলিত হলেও সপ্তাহের কাজের দিনে আনুমানিক ৩০ শতাংশ যাত্রী দৈনিক টিকিট করছেন। ফলে রিটার্ন টিকিট চালু করায় কাউন্টারমুখী যাত্রীদের লাইন যেমন কমবে, তেমনি অনেকটাই সহজ হয়ে যাবে যাতায়াত করা। সময় ব্যয় বন্ধ হবে। এমনকি, খুচরো নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে রেল টিকিট কাউন্টারগুলিতে। এই সমস্যারও সমাধান হবে। কলকাতা মেট্রোয় তাই ফিরছে রিটার্ন টিকিট। যার ফলে বিরাট সুবিধা হবে নিত্য যাত্রীদের। স্টেশনগুলিতে টিকিট কাউন্টারে ভিড়ও কমবে। ১৫ বছর আগে কলকাতা মেট্রো রেলে রিটার্ন টিকিট কাটা যেত। পরে তা উঠে যায়। সেই থেকে আসা যাওয়ার পথে দু’বার করে টিকিট কাটতে হত যাত্রীদের।



