পাইলটের সতর্কতায় বড়সড় বিপদ এড়াল কলকাতা থেকে ব্যাঙ্ককগামী একটি বিমান৷ সূত্রের খবর, শুক্রবার রাতে বিমানটির কলকাতা থেকে ব্যাঙ্কক উড়ে যাওয়ার কথা ছিল৷ কিন্তু তার আগেই বিমানটির ডানায় থাকা ফ্ল্যাপে গলদ নজরে আসে পাইলটের৷ এর পরই বিমানটির যাত্রা বাতিল করা হয়৷ শুক্রবার রাত ২:৩৫ মিনিট নাগাদ ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে ০৩:৩০ মিনিটে বাতিল করা হয় বিমানটির যাত্রা৷ সূত্রের খবর অনুযায়ী, থাই এয়ারলাইন্সের বিমান SL-২৪৩ যান্ত্রিক ত্রুটির কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকে।
Last Updated: July 05, 2025, 21:14 IST