তিন মিনিটের বেশি সময় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করলেই চারশো টাকা জরিমানা। দমদম বিমানবন্দর টার্মিনালে পার্কিংয়ের নতুন ফরমান ঘিরে তৈির হয় বিতর্ক। গতকালই এখবর দেখায় নিউজ18 বাংলা। আজ বিমানবন্দরে গিয়ে পার্কিং সংস্থার কোনও কর্মীর টিকিটাও পাওয়া গেল না। যাত্রীরাও বলছেন, মাত্র তিন মিনিটে মালপত্র নিয়ে কী করে গাড়িতে ওঠা যায়? এই নিয়ম বদল প্রয়োজন।
Last Updated: Aug 21, 2019, 19:23 IST


