বর্ষায় জল জমে দুর্ভোগ, নোংরা জল পেরিয়েই যাতায়াত, নিকাশিতে বিশেষ নজর কলকাতা পুরসভার।নিকাশিনালা তৈরিতে ১২ কোটি টাকা বরাদ্দ পুরসভার। বাইপাসের ধারের অনেক জায়গায় বেহাল নিকাশি ব্যবস্থা। ফলে বর্ষার সময়ে জল জমে দুর্ভোগের একশেষ।
Last Updated: May 19, 2025, 19:21 IST