Kalyan Banerjee: লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা কল্যাণের! দেখুন ভিডিও

Last Updated : কলকাতা
লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতকের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ এ দিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসদীয় দলের বৈঠকের পরই মুখ্যসচেতকের পদ ছাড়েন কল্যাণ৷ ক্ষোভের সঙ্গে তৃণমূল সাংসদ বলেন, 'মমতাদি অভিযোগ করেছেন লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না, ফলে আঙুল তো আমার দিকে তোলা হচ্ছে৷ তাই আমি ছেড়ে দিলাম৷ শুধু তাই নয়, কল্যাণ অভিযোগের সুরে আরও বলেন, দিদি বলছেন ঝগড়া করছে৷ যাঁরা আমাকে গালাগাল দেয় আমি কি সহ্য করব? দলকে জানিয়েছি, দল আমাকেই উল্টে দায়ী করছে৷'
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Kalyan Banerjee: লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা কল্যাণের! দেখুন ভিডিও
advertisement
advertisement