কলকাতা: তিরিশজন প্রতিনিধি নিয়েই নবান্নে যাবেন জুনিয়র চিকিৎসকেরা। সিদ্ধান্ত জানিয়ে দিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। নবান্নের চিঠির উত্তরে জুনিয়র চিকিৎসকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, “আমরা মনে করি, নবান্নের তরফে এই বার্তা সদর্থক। আমরা এই সদর্থক বার্তাকে স্বাগত জানাচ্ছি। আমরা বৈঠকে যাব। আমরা বাস রেডি করেছি। সেই বাসেই আমরা যাব।”
Last Updated: Sep 12, 2024, 17:24 IST


