পুজোর মরশুমে মুনাফা বাড়াতে নজর রেলের৷ এবারেও পুজোর সময় টিকিটের চাহিদা সামাল দিতে স্পেশ্যাল ট্রেন চালাবে রেল৷ একই সঙ্গে অন্যান্য মেল, এক্সপ্রেস ট্রেনের টিকিটের ওয়েটিং লিস্ট কমাচ্ছে রেল৷ যাতে স্পেশ্যাল ট্রেনের টিকিট না পেয়ে বাধ্য হয়েই অতিরিক্ত দাম দিয়ে স্পেশ্যাল ট্রেনের টিকিটই কাটতে হবে যাত্রীদের৷
Last Updated: August 31, 2025, 02:09 IST