মেট্রোর কাজের জেরে ভেঙে পড়ল বাড়ির একাংশ। সুড়ঙ্গের কাজ বউবাজারের কাছাকাছি পৌঁছতেই পুরোন বাড়িগুলোতে কম্পন অনুভূত হচ্ছিল বলে দাবি বাসিন্দাদের। কাজ শুরুর আগে বারবার সমীক্ষার পরও কীভাবে ঘটল দুর্ঘটনা? প্রশ্ন উঠছে, তাহলে কি সমীক্ষাতেই গলদ?
Last Updated: Sep 02, 2019, 16:52 IST


