Hotline Kiosk In Kolkata: বিধাননগর কাণ্ড থেকে শিক্ষা! মহিলাদের নিরাপত্তায় হটলাইন কিয়স্ক, কী এই ব্যবস্থা?

Bangla Digital Desk | News18 Bangla | 06:58:52 PM IST Dec 14, 2021

বিধাননগরে শ্লীলতাহানির ঘটনা থেকে শিক্ষা! এবার মহিলাদের সুবিধার্থে চালু হচ্ছে 'হট লাইন কিয়স্ক৷' (Hot Line Kiosk in Kolkata)। রাত হোক বা দিন, বিপদে যে কোনও সময় সরাসরি এই কিয়স্কে এসেই অভিযোগ জানানো যাবে৷ কলকাতা তো বটেই, গোটা দেশেই এমন উদ্যোগ প্রথম বলে দাবি কলকাতা পুলিশের (Kolkata Police)৷ আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকে এই কিয়স্ক তৈরি করা হয়েছে৷ এই স্মার্ট কিয়স্ক থেকেই সরাসরি পুলিশের সাহায্য চাওয়ার পাশাপাশি অভিযোগ জানানো যাবে। এই কিয়স্কে ঢুকলেই সামনে একটি ফুট প্রিন্টার স্টিকার লাগানো আছে। ওখানে অভিযোগকারী মহিলা দাঁড়ালেই সামনে একটি স্ক্রিন দেখতে পাবেন। ওই অনলাইন স্ক্রিনে টাচ করলে সোজাসুজি অভিযোগ জানানো যাবে লালবাজার কন্ট্রোল এবং আলিপুর থানায়।

লেটেস্ট ভিডিও