Amphan বিপর্যয় এতো বড় হল কেন? জানালেন আবহবিদেরা

Bangla Editor | News18 Bangla | 10:55:17 PM IST May 21, 2020

এরপরও বহু ঝড় দেখেছে শহর। আয়লা, বুলবুল, ফণী....ক্ষতি হয়েছে অনেক। কিন্তু আমফান ছাপিয়ে গেছে সেসবকে। বিধ্বংসী আমফানের সঙ্গে তুলনা টানা যায় শুধু বহু পুরনো দুই ঘূর্ণিঝড়ের। মৃত্যু সংখ্যায় নয়, ঝড়ের দক্ষযজ্ঞে।আমফানের তাণ্ডবে বিধ্বস্ত কলকাতা। প্রবীণরাও বলছেন, এমন তাণ্ডব আগে দেখেননি। ইতিহাস বলছে, এর আগে বার দুয়েক এমন বীভৎসতার মুখে পড়েছিল কলকাতা। ১৭৩৭ আর ১৮৬৪ সালে।   কিন্তু এবার কেন এত বীভৎসতা ৷

লেটেস্ট ভিডিও