রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আর্জি স্বাস্থ্যসচিবের

Bangla Editor | News18 Bangla | 08:10:13 PM IST Jun 16, 2019

দফায় দফায় বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের আর্জি জানালেন স্বাস্থ্যসচিব। কিন্তু, তাতেও বুধবার রাত পর্যন্ত অচলাবস্থা কাটল না। নিরাপত্তা-সহ একগুচ্ছ দাবিতে, পরিষেবা শিকেয় তুলে অবস্থান বিক্ষোভে অনড় এনআরএসের জুনিয়র চিকিৎসকরা। কখনও নবান্ন, কখনও স্বাস্থ্যভবন। বুধবার দফায় দফায় বৈঠক। বৈঠক শেষে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রত্যাহারের আর্জি....তবু কাটল না অচলাবস্থা। রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে যে অচলাবস্থা, তার উৎসস্থল এনআরএস। সোমবার রাতে এই এনআরএস রণক্ষেত্রের চেহারা নেয়। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে, রোগীর পরিবার ও জুিনয়র চিকিসকদের মধ্যে সংঘর্ষ বাধে। হামলার প্রতিবাদে মঙ্গলবার থেকে এই হাসপাতালের আউটডোর, এমারজেন্সি সব বন্ধ। বুধবারও ছবিটা পাল্টায়নি।

লেটেস্ট ভিডিও