যাঁদের জন্য অভিযান, বাধা এল তাঁদের দিক থেকেই। অবৈধ পুলকার বাজেয়াপ্ত করতে গিয়ে অভিভাবকদের বাধার মুখে পড়লেন পরিবহণ দফতরের কর্মীরা। অভিভাবকদের সাফ কথা, বিকল্প ব্যবস্থা না করে পুলকার বাজেয়াপ্ত করা যাবে না। চিৎপুর রোডে সিগন্যাল পোস্টে বেপরোয়া স্কুল বাসের ধাক্কা। আট পড়ুয়া সহ জখম চোদ্দ।