ফণী নিয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী তরজা চলছেই। ফণী নিয়ে বৈঠক করতে চেয়ে আজ হঠাৎই নবান্নে চিঠি পাঠায় পিএমও। ভোটে ব্যস্ততার কারণ দেখিয়ে বৈঠক করতে অস্বীকার করে নবান্ন। পরে গোপীবল্লভপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লোক দেখানো বৈঠকের আড়ালে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী।
Last Updated: May 07, 2019, 10:42 IST