হাসপাতালে গিয়ে যাদবপুরের উপাচার্য ও সহ-উপাচার্যের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। উপাচার্যের সঙ্গে মিনিট পরেনো একান্তে কথা বললেন। বৃহস্পতিবার কী হয়েছিল? কেন উপাচার্য ফোনে গন্ডগোলের কথা জানালেন না? জানতে চান রাজ্যপাল। সেইসঙ্গে একসঙ্গে কাজের বার্তাও দেন জগদীপ ধনখড়।
Last Updated: Sep 22, 2019, 11:07 IST


