বারবার নকশা বদলের পরেও পুরোপুরি মনে ধরেনি পুরসভার দেওয়া স্টল। তবে স্টলের সঙ্গেই বিনামূল্যে বিদ্যুৎ, স্বাস্থ্য বিমা এবং ট্রেড লাইসেন্সের সুবিধা দিচ্ছে পুরসভা। তাই নতুন স্টল নিয়ে মোটের ওপর খুশি গড়িয়াহাটের হকাররা।