শনিবার রাতে গড়িয়াহাটের বহুতলে আগুন। পাঁচ তলা এই বহুতলের একতলায় শুধুই দোকান। বাকি চারতলায় ফ্ল্যাট। আগুন বহুতলটির বেশিরভাগ অংশই পুড়িয়েছে। শনিবার রাতটা যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ফ্ল্যাটের বাসিন্দারা কোনও রকমে বাইরে বেরিয়ে আসেন। ভিতরে সব পুড়ে ছাই।
Last Updated: Jan 21, 2019, 14:10 IST


