জাতীয় নির্বাচন কমিশনের চিঠির পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরের সব অফিসারকেই একজন করে নিরাপত্তার জন্য পুলিশ কর্মী দিল কলকাতা পুলিশ। আজ, অর্থাৎ শুক্রবার বিকেলের পর থেকেই নিরাপত্তার জন্য পুলিশ কর্মীকে ভার দেওয়া হয়েছে। সিইও দফতরের কর্মরত অ্যাডিশনাল সিইও, জয়েন্ট সিইও, ডেপুটি সিইওদেরও এই একজন করে পুলিশ কর্মী দেওয়া হল নিরাপত্তার জন্য। পাশাপাশি এসআইআর পর্বে এবার স্পেশাল রোল অবজার্ভার রাজ্যের জন্য নিয়োগ করল নির্বাচন কমিশন। রাজ্যেরই প্রাক্তন অফিসার সুব্রত গুপ্তকে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোনও ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় সেই দিকে নজর দেবেন স্পেশাল রোল অফারভার হিসাবে সুব্রত গুপ্ত। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা।
Last Updated: Nov 29, 2025, 02:30 IST


