পুজোর অনেক আগে থেকেই এখানে পুজো শুরু। ঘরে ঘরে রঙ, তুলির টান। পটের গায়ে পুজোর রঙ।পাঁচালির সুর। পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রাম। গ্রামের ঘরে ঘরে পটশিল্পী। পুজোর অনেক আগেই শুরু হয়ে যায় বায়না। তখন থেকেই পুজোর শুরু। এবারও পিংলার পটশিল্পের কাজ পৌঁছে যাবে কলকাতা দিল্লি, মুম্বইয়ের বারোয়ারি পুজোয়। এখন পটের গ্রামে জোর ব্যস্ততা। পটুয়া শিল্পী স্বর্ণচিত্র করের ঘর সেজেছে দুর্গার ৮০টি পটচিত্রে। কলকাতার একটি হোটেলের অন্দরসজ্জায় স্থান পাবে পিংলার পটশিল্প
Last Updated: Sep 17, 2025, 20:05 IST


