রেড রোডে কার্নিভালের প্রস্তুতি | কার্নিভালে অংশ নেবে একশটিরও বেশি পুজো কমিটি। মূল মঞ্চের পাশাপাশি বেশ কয়েকটি মঞ্চ থাকছে। এদিকে মুখ্যমন্ত্রীর জন্য মূল মঞ্চের উচ্চতা কমানো হয়েছে। পায়ে চোট থাকায় উঁচুতে উঠতে পারবেন না তিনি। তাই শেষ মুহূর্তে মূল মঞ্চের নকশা বদল করা হয় | শুক্রবারের কার্নিভালে থাকবেন দেশ বিদেশের অতিথিরা। প্রায় ১৮ হাজার আসন থাকছে কার্নিভালে।
Last Updated: Oct 27, 2023, 14:46 IST


