শহরের নামী স্কুল-কলেজে মাদক বিক্রির চক্র। বাইপাস থেকে দুই মাদকপাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের নার্কোটিক্স শাখা। উদ্ধার চারশো ষাট গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। ধৃতদের ষোলোই মার্চ পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
Last Updated: March 09, 2019, 13:53 IST