ফেসবুক বাজি, হোয়াটসঅ্যাপ বাজি, গুগল বাজি। এবার মহেশতলার নুঙ্গি চিংড়িপোতা বাজি বাজারে নতুন বাজির সম্ভার। নুঙ্গির বাজি বাজার পশ্চিমবঙ্গের অন্যতম বাজি বাজার। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ক্রেতাদের যাতায়াতের সুিবধার জন্য এবারই প্রথম নুঙ্গি স্টেশন থেকে অটো ও টোটোর ব্যবস্থা করা হয়েছে।
Last Updated: Nov 05, 2018, 10:50 IST


