আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। ভক্তদের বিশ্বাস, দেবাদিদেবের জন্মমাস শ্রাবণ। মাসভর শিবের বিশেষ পুজোর আয়োজন। মাসের শেষ সোমবার শিবমন্দিরগুলিতে উপচে পড়ে ভিড় ভক্তদের। শিবের মাথায় জল ঢালতে ভিড় তারকেশ্বর থেকে বক্রেশ্বর। জল্পেশ থেকে বর্ধমানের একশো আট মন্দির।