Corona Cases Increases In Kolkata After Puja: পুজোর পরই ফের করোনার বাড়বাড়ন্ত, ফিরছে কনটেইনমেন্ট জোন

Bangla Digital Desk | News18 Bangla | 03:41:02 AM IST Oct 24, 2021

পুজোতে দেদার আড্ডা, ভিড়ে ঠাসাঠাসি প্যান্ডেল হপিং। করোনা পরিস্থিতিতে কি সেসবেরই মাশুল গুণতে হবে এবার! কারণ পুজোর পর থেকেই ফের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কয়েক মাস আগে কোভিডের দ্বিতীয় ঢেউতে নাজেহাল অবস্থা অবস্থা হয়েছিল গোটা দেশের। পরিস্থিতি উদ্বেগজনক হয়েছিল এই রাজ্যেও। পুজোর পর কলকাতা ও রাজ্যের বিভিন্ন অংশে ফের করোনার বাড়বাড়ন্ত। ফলে ফের ফিরছে কন্টেইনমেন্ট জোন। এবার কি তবে নাইট কার্ফু ফিরবে আবার!

লেটেস্ট ভিডিও