নচিকেতার গলায় 'কাটমানি'। কয়েকদিন আগেই কাটমানি নিয়ে গান গেয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। সোশাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়েছিল সেই গান। সম্প্রতি দলের নেতা-কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচ্চ বিষয় এই কাটমানি। কাটমানি গান ভাইরাল হতেই জল্পনা শুরু হয় নচিকেতাকে নিয়ে। তাহলে কী এবার সরকার বিরোধী গান শোনা যাবে তাঁর গলায়। কিন্তু নিউজ18 বাংলায় নিজের অবস্থান স্পষ্ট করলেন নচিকেতা।
Last Updated: Jul 03, 2019, 10:00 IST


