বিধানসভায় বিজেপিকে প্রবল আক্রমণ মমতার। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী MLA- দের উদ্দেশ্যে বলেন, 'যাও জায়গায় যাও, আমি বারণ করছি। তোমরা বিজেপি নও, তোমরা তৃণমূল। বাংলার সম্মান তোমাদের সম্মান, বাংলাকে বিজেপি অসম্মান করে তোমরা করো না। তোমরা যায় আমি একাই একশো, ওঁদের সবাইকে সামলানোর জন্য। তোমরা বসো।