CID-র বড় অভিযান! গোডাইনে পা রাখতেই যা কাণ্ড হল

Bangla Digital Desk | News18 Bangla | 10:24:07 AM IST Apr 14, 2023

কলকাতা: CID নার্কোটিক বিভাগের জালে আন্তঃরাজ্য গাঁজা পাচারকারী গ্যাং। গোপনসূত্রে খবর পেয়ে, লিলুয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে কোনা এক্সপ্রেসওয়ের ধারে গোডাউনে হানা সিআইডির। ঘটনাস্থল থেকে গোডাউন মালিক সহ ওড়িশার তিন বাসিন্দাকে গ্রেফতার পুলিশের। উদ্ধার প্রায় সাড়ে ৬০০ কেজি গাঁজা।

লেটেস্ট ভিডিও