কলকাতা: রাজ্যের পুলিশ এবং সরকারি কর্মচারীদের জন্য কড়া নির্দেশিকা রাজ্যের মুখ্য সচিবের। নির্দেশিকায় রয়েছে, ‘অফিস চলাকালীন নিজেদের কাজ, দায়িত্বের ওপরই মননিবেশ করুন। স্বচ্ছ ভাবে, শৃঙ্খলা পরায়ণভাবে অফিস টাইমে কাজ করতে হবে।‘ রাজ্যে সব দফতরের সচিব ও জেলাশাসকদের এই নির্দেশিকা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। নির্দেশিকায় হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “অকারণে অনুপস্থিত থাকলে, সরকারি কাজে কোন গাফিলতি বা গড়িমসি করলে তা সার্ভিস রুল অমান্য করছেন বলে দেখা হবে।” মুখ্যসচিবের এই নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও।
Last Updated: Sep 08, 2024, 01:13 IST


