Last Updated : কলকাতা ছট পুজোকে ঘিরে পুরুলিয়া জেলাজুড়ে জমে উঠেছে ফলের বাজার। কিন্তু এই উৎসবের আনন্দের মধ্যেই মধ্যবিত্ত ক্রেতাদের মাথায় হাত, কারণ ফলের দামে আগুন! আখ, লাও, কলা, আনারস, লেবু, নারকেল, ছট পুজোর অপরিহার্য এইসমস্ত ফলগুলোর দাম যেন এখন আকাশছোঁয়া।