রবিবার ভোররাতে ফের হইহুল্লোর করে ছটপুজো হল রবীন্দ্র সরোবরে। নিষেধাজ্ঞা না মেনে শনিবার একদল যুবক তালা ভেঙে ঢুকে পড়েন সরোবরে। আদালতের নির্দেশ না মেনেই চলে ছটপুজো। ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা সরোবরের দায়িত্ব সিআইএসএফের হাতে দেওয়ার দাবি নিয়ে আদালতে যেতে পারেন।
Last Updated: Nov 04, 2019, 10:29 IST


