By Election 2024: সাইকেল চড়েই প্রচারে প্রার্থী! উপনির্বাচনের রবিবাসরীয় জনসংযোগে অন্য মুডে TMC প্রার্থী

Last Updated : কলকাতা
By Election 2024: রবিবাসরীয় প্রচারে তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ। সিমলাপালের তালদা গ্রামের চণ্ডীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন এই প্রার্থী। বিক্রমপুরের একাধিক অঞ্চলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন এই তৃণমূল প্রার্থী। এদিকে এরই মধ্যে আগামী ১৩ নভেম্বর ৬ কেন্দ্রের উপনির্বাচনের মুখেই বাংলা সফরে এসেই ২০২৬ এ বিজেপি সরকার গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাস্থ্যে দুর্নীতি থেকে, সিন্ডিকেট গুন্ডাবাজি নিয়ে সরব হয়ে সন্দেশখালি থেকে আরজিকর নিয়ে সোচ্চার শাহের দাবি, ২০২৬-এ বিজেপি সরকার গড়লেই এই সকল থেকে মুক্তি সম্ভব।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
By Election 2024: সাইকেল চড়েই প্রচারে প্রার্থী! উপনির্বাচনের রবিবাসরীয় জনসংযোগে অন্য মুডে TMC প্রার্থী
advertisement
advertisement