পঞ্চায়েতে বোর্ড গঠনে তৃণমূলকে আটকাতে অন্য বিরোধী দলের সঙ্গে হাত মেলাতেও রাজি বিজেপি। বার্তা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। প্রকাশ্যে যা উড়িয়ে দিয়েছে সিপিএম ও কংগ্রেস। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিজেপির সঙ্গে কংগ্রেস ও সিপিএমের আঁতাতের অভিযোগে তারা নতুন করে সরব।
তৃণমূলকে রুখতে রাজ্য বিজেপির নতুন কৌশল। দলের রাজ্য সভাপতি কার্যত বুঝিয়ে দিলেন, তৃণমূলকে হারাতে তারা বাম-কংগ্রেসের হাত ধরতেও রাজি। বিজেপির প্রস্তাবকে অবশ্য পত্রপাঠ উড়িয়ে দিয়েছেন সিপিএম ও কংগ্রেস নেতারা।
পূর্ব মেদিনীপুর, মালদা, নদিয়া-সহ কয়েকটি জেলার কিছু জায়গায় স্থানীয় বাম-বিজেপি নেতৃত্ব সমঝোতা করে পঞ্চায়েতে বোর্ড গঠন করছে। সিপিএম নেতাদের দাবি, সেগুলি নেহাতই ব্যতিক্রম। তবে দিলীপ ঘোষের মন্তব্যের পর আসরে নামতে দেরি করেনি তৃণমূল। সুযোগ পেয়ে তারা নতুন করে বিজেপির সঙ্গে সিপিএম ও কংগ্রেস আঁতাঁতের অভিযোগে সরব।
মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনার চেষ্টা করছেন তৃণমূলনেত্রী। এর পালটা চাল হিসেবে কি পঞ্চায়েতে বোর্ড গঠনের ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে সব দলগুলিকে একজোট করতে চাইছে রাজ্য বিজেপি? দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে।