ছাব্বিশের ভোটের আগেই বঙ্গ বিজেপিতে বড় রদবদল! বিজেপির নতুন রাজ্য সভাপতি কে? এলেন না দিলীপ!

BJP News LIVE | ছাব্বিশের লড়াইয়ে বিজেপির নতুন সেনাপতি শমীক ভট্টাচার্য! দলিত হচ্ছে রাজ্য নেতৃত্ব! একুশের ধাক্কা, পঞ্চায়েতের বিপর্যয় আর লোকসভার প্রস্তুতির মাঝে বিজেপির রাজ্য সভাপতি পদে এল বড় বদল। সুকান্ত মজুমদারের অধ্যায় শেষ, শুরু হল শমীক ভট্টাচার্য যুগ। শনিবার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করল দিল্লি— ছাব্বিশের ময়দানে রাজ্যের সেনাপতি হিসেবে এবার শমীক। একসময়ের বিধায়ক, দলের অন্যতম মুখপাত্র, সংসদের চৌকাঠ পেরোতে না পারলেও, দিল্লির ভরসা আদায় করে নিয়েছেন শমীক। এবার তাঁর কাঁধেই রণকৌশলের ভার। কিন্তু এই ঘোষণায় অনুপস্থিত এক প্রাক্তন সভাপতি— দিলীপ ঘোষ। অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে। দলের অন্দরমহলের খবর— দিলীপবাবুকে আমন্ত্রণ জানানোই হয়নি। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ‘স্পষ্ট বারণ’ ছিল বলেই দিলীপ ঘোষকে ডাকা হয়নি বলেই গুঞ্জন। শমীকের সভাপতিত্বে তাহলে কী ব্রাত্য হয়ে পড়লেন এককালের পোস্টার বয় দিলীপ ঘোষ? রাজ্য রাজনীতিতে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। সুকান্ত জমানায় গোষ্ঠীদ্বন্দ্ব, নেতৃত্বহীনতা আর সাংগঠনিক ভাঙনের অভিযোগ ছিলই। এবার বিজেপি কি পারবে ঘুরে দাঁড়াতে? পারবে কি টিম শমীক নতুন করে সংগঠনের গায়ে মেরামতির পালিশ লাগাতে? দলের অন্দরে আশাবাদ যেমন, তেমনই চ্যালেঞ্জের পাহাড়ও সামনে। সামনে লোকসভা ভোট, তার আগে পাখির চোখ— সংগঠন মজবুত করা, নিচু স্তরের ক্ষোভ প্রশমন, এবং জনসংযোগে গতি ফেরানো।

Last Updated: Dec 11, 2025, 15:54 IST
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
ছাব্বিশের ভোটের আগেই বঙ্গ বিজেপিতে বড় রদবদল! বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, এলেন না দিলীপ ঘোষ!
advertisement
advertisement