Bidisha Dey Majumder Suicide Note: 'কেরিয়ারে প্রবলেমের জন্যই এই সিদ্ধান্ত', সামনে এলো বিদিশার সুইসাইড নোট! দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 05:22:19 PM IST May 28, 2022

কেরিয়ারের প্রবলেমের জন্যই যে তিনি আত্মহত্যা করছেন, সুইসাইড নোটে তা স্পষ্ট লিখে গিয়েছেন মডেল বিদিশা দে মজুমদার৷ পাশাপাশি তিনি আরও সমস্যার মধ্যেও ছিলেন বলে দাবি করেছেন বিদিশা৷ তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সেকথাও সুইসাইড নোটে লিখে গিয়েছেন উঠতি এই মডেল৷ বিদিশার আরও লিখেছেন, এর আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন৷

লেটেস্ট ভিডিও