Bharat Bandh: দ্বিতীয় দিনেও পথে বামেরা, ভারত বনধের সকালে কী ছবি বাঘাযতীনে? দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 12:08:05 PM IST Mar 29, 2022

#কলকাতা: মঙ্গলবার দুদিনের ধরঘটের দ্বিতীয় দিনেও বন্‌ধ (Left Front Strike) সফল করতে পথে নামেন বাম কর্মী-সমর্থকরা। কলকাতার রাস্তায় বাস চললেও তার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। যাদবপুর-সহ বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোচবিহারে ধর্মঘটীদের সঙ্গে হাতাহাতি (Bharat Bandh) পুলিশের। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বন্ধ অধিকাংশ দোকান। তবে শুধু বাংলা নয়, দেশজুড়ে মিশ্র প্রভাব বামেদের বন্‌ধের (Bharat Bandh)। আজ দ্বিতীয় দিনে কী ছবি বাঘাযতীন এলাকায়? দেখুন ধর্মঘটিদের মিছিল।

লেটেস্ট ভিডিও