Behala Murder Case: বেহালায় মা-ছেলে খুনের কিনারা করল পুলিশ, জড়িত মাসতুতো দুই ভাই

Bangla Digital Desk | News18 Bangla | 09:29:36 PM IST Sep 12, 2021

মা ও ছেলে খুন। বেহালার জোড়া খুনের কিনারা করে ফেলল পুলিশ।  মাসতুতো ভাইয়ের হাতে খুন হন বেহালার সুস্মিতা মণ্ডল। পুলিশের হাতে ধৃত ২। টাকার লোভেই খুন বলে দাবি লালবাজারের। ধৃত ২ জনই নিহতের মাসির ছেলে। মায়ের খুন দেখে ফেলায় ছেলেকেও খুন করে তারা। এই ঘটনায় সুস্মিতার স্বামী তপন মণ্ডলকেও জেরার মুখে পড়তে হয়েছিল। তবে একের পর এক জট ছাড়িয়ে পুলিশ খুনের কিনারা করে ফেলল।

লেটেস্ট ভিডিও