Bangla News | Death in Kolkata: লেদ কারখানার ভিতর উদ্ধার মালিকের দেহ! খুন না আত্মহত্যা? দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 08:30:32 PM IST Sep 11, 2021

হরিদেবপুর থানা এলাকার চক রামনগরে লেদ কারখানা থেকে  এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হলো (Death in Kolkata)। পুলিশ সূত্রে খবর, লেদ কারখানার মালিক তপন দে রাত ১১ পেরিয়ে গেলেও বাড়ি না ফিরে আসায় খোঁজ শুরু করেন স্ত্রী।স্বামীর খোঁজে কারখানা এলে কারখানার ঘর থেকে রক্তাক্ত অবস্থাতে দেখতে পান তপনবাবুকে। খুন হলেন তপনবাবু নাকি আত্মহত্যা, দানা বাঁধছে এই প্রশ্নই।

লেটেস্ট ভিডিও