বাগরির ভবিষ্যৎ কী? একাধিক অংশে ফাটল, খসে পড়ছে চাঙড়, ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কিত ব্যবসায়ীরা

Bangla Editor | News18 Bangla | 06:07:35 PM IST Sep 18, 2018

দু দিন পার। এখনও জ্বলছে বাগরি। প্রচণ্ড ধোঁয়ার মধ্যে পাঁচিল ভেঙে আগুন নেভানোর চেষ্টা।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে আরও। জানালেন দমকলের ডিজি। মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করবে দমকল। ধোঁয়ায় ঢেকেছে বাগরি। জ্বলছে বিল্ডিংয়ের একাধিক ব্লক। প্রচণ্ড তাপে বিল্ডিংয়ের দেওয়াল আলগা-ভঙ্গুর। বাগরি মার্কেটের বিল্ডিংয়ের একাধিক অংশে ফাটল। খসে পড়ছে চাঙড়। ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কিত ব্যবসায়ীরা। বাগরির ভবিষ্যৎ কী? বিশেষজ্ঞদের পরামর্শ নেবে রাজ্য।

লেটেস্ট ভিডিও