ঐতিহ্যের বাগবাজার সর্বজনীন, সাবেকিয়ানা, বনেদীয়ানায় ১০১-এ পা

Bangla Editor | News18 Bangla | 12:05:43 AM IST Oct 04, 2019

আষ্টেপৃষ্ঠে জড়িয়ে কলকাতার ইতিহাস। পথচলা শুরু ১৯১৮-এ। কেটে গেছে একশো এক বছর। একটু একটু করে বদলেছে কলকাতা। ঐতিহ্যের শরীরে এখন থিমের দাপট। তবু বাগবাজার রয়ে গেছে সেই বাগবাজারেই। আজও সেই টানা টানা চোখের বাংলা মুখের বিশাল দুর্গা। সাবেকিয়ানা, ঐতিহ্যে , বনেদীয়ানায় আজও হাজারের ভিড়ে ব্যতিক্রম বাগবাজার সর্বজনীন।

লেটেস্ট ভিডিও