Babul Supriyo: জমজমাট বাবুলের রবিবাসরীয় প্রচার! খেললেন ফুটবল, দিলেন জনসংযোগের বার্তা

Bangla Digital Desk | News18 Bangla | 03:47:36 PM IST Mar 20, 2022

#কলকাতা : জোরকদমে শুরু হয়ে গিয়েছে উপনির্বাচনের প্রচার। আজই রাজ্যে আসতে চলেছেন আসানসোল লোকসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আবার আজই পার্ক সার্কাস চত্বরে সকাল থেকে প্রচারে ব্যস্ত তৃণমূলের বালিগঞ্জ বিধানসভা আসনের প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর এটাই বাবুলের সবথেকে বড় চ্যালেঞ্জ। তাই প্রচারে কোনও ফাঁক রাখতে নারাজ তৃণমূলের 'সুপ্রিয়' (Babul Supriyo)। জনসংযোগ বাড়াতে যা যা করলেন সকাল থেকে। জিরিয়ে নিতে চলল চা পর্বও। দেখুন সেই ছবি।

লেটেস্ট ভিডিও