MEDIA NOT FOUND

বাগুইআটি-উল্টোডাঙা রুটে অনির্দিষ্টকালের জন বন্ধ অটো, দেখুন

Last Updated : কলকাতা
বাগুইআটি থেকে উল্টোডাঙা রুটের অটো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। একাধিক অভিযোগ নিয়ে এমনই পদক্ষেপ অটো চালকদের। তাঁদের অভিযোগ এই রুটে বৈধ অটো ৪২২টি। কিন্তু অবৈধ অটো সংখ্যা ৫০০র ও বেশি। একাধিকবার প্রতিবাদ জানিয়ে ও কোন লাভ হয়নি বলে দাবি অটো চালকদের। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। তার পাশাপাশি RTO কাছে অভিযোগ দায়ের করেছিল অটো চালকরা ।তিনি আশ্বাস দিয়েছিলেন উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে। কিন্তু কোন ব্যবস্থা না নেওয়ার কারণে অটো চালকরা সিদ্ধান্ত নিলেন। অনির্দিষ্টকালের জন্য এতগুলি রুটে অটো বন্ধ করে দেওয়ার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হল। নিত্যযাত্রীদের দাবি ,যতক্ষণ না উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, তাঁরা আরটিওর দ্বারস্থ হয়ে অভিযোগ জানাবেন।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
বাগুইআটি-উল্টোডাঙা রুটে অনির্দিষ্টকালের জন বন্ধ অটো, দেখুন
advertisement
advertisement