শাহ বলেন, ‘‘এপ্রিলের শেষে বিজেপির মুখ্যমন্ত্রী ৪৩ দিনে সীমানার কাজ করবে। এটা আমাদের প্রতিশ্রুতি। অসমে কংগ্রেসের সরকার ছিল, অনুপ্রবেশ চলত। বন্ধ হত না। আমাদের সরকার এসে বন্ধ করেছে। গুজরাত, রাজস্থানে বিজেপির সরকার। সেখানে অনুপ্রবেশ হয় না। যেখানে বিজেপির সরকার সেখানে অনুপ্রবেশ হয় না। বাংলার মানুষকে বলছি, লাল, সবুজ সরকার হয়েছে। এক বার বিজেপি সরকার আনুন। অনুপ্রবেশ বন্ধ হবে।’’



