'বেসরকারি বাস না চালালে কড়া ব্যবস্থা', বাস মালিকদের কড়া বার্তা পরিবহনমন্ত্রীর

Bangla Editor | News18 Bangla | 05:05:34 AM IST Jul 04, 2021

একে তো দীর্ঘদিন লকডাউন। যার জেরে বাস বসে ছিল। ফলে এমনিতেই বাসের যন্ত্রাংশ বিকল হয়েছে। ব্যাটারি বসে গিয়েছে। তার উপর চলতি বছর আরও একবার বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। শেষ পর্যন্ত বিধিনিষেদ কিছুটা লাঘব হয়েছে। তবে বেসরকারি বাস রাস্তায় নামাতে চাইছেন না মালিকরা। বহুদিন ধরেই বাসের ভাড়া বাড়ানোর দাবি তুলেছে বাস মালিকরা। পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে হু হু করে। এমন অবস্থায় আগের ভাড়ায় বাস চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বাস মালিকরা। বিধিনিষেধ লাঘব হলেও রাস্তায় বেসরকারি বাসের তেমন দেখা নেই। জেলায় তো নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে এবার পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম হুঁশিয়ারি দিলেন, 'বেসরকারি বাস না চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'

লেটেস্ট ভিডিও