21 July TMC Shahid Diwas: একুশের মঞ্চ আলো করে থাকলেন টলি-টেলি স্টাররা!

Bangla Digital Desk | News18 Bangla | 02:04:58 PM IST Jul 21, 2022

কেউ তৃণমূলের বিধায়ক, কেউ তৃণমূল সাংসদ৷ অভিনয় জগতের সঙ্গে যুক্ত তারকারা এলেন ২১শে জুলাইয়ের সমাবেশে৷ অভিনেতা সাংসদ দেব, নুসরত, মিমি, বিধায়ক রাজ চক্রবর্তী ছাড়াও অভিনয় জগতের সঙ্গে যুক্ত অনেকের ঝলক মিলল ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে৷ টলিউড ইন্ডাস্ট্রির পাশাপাশি টেলি সিরিয়ালের বহু কলাকুশলী ছিলেন উপস্থিত৷ তাদের চোখের সামনে থেকে দেখে খুশি উপস্থিত জনতা৷

লেটেস্ট ভিডিও