আজ, সোমবার ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ বড় সমাবেশ। মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৬০০ জন বসতে পারেন, এমন ভাবে তৈরি করা হয়েছে মঞ্চ। ত্রিস্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১, ১২ ও ১৩ ফুট উঁচু।
Last Updated: July 21, 2025, 12:52 IST